পটাশপুরপূর্ব মেদিনীপুর

পালপাড়া কলেজে উন্নত প্রযুক্তিতে মাছ চাষ সম্পর্কে সাত দিনের প্রশিক্ষণ শিবির

পটাশপুর, পূর্ব মেদিনীপুর উন্নত প্রযুক্তিতে মাছ চাষ সম্পর্কে সাত দিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো পালপাড়া কলেজে। যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও আই.কিউ.এ.সি এর যৌথ উদ্যোগে সাত দিন ব্যাপি এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সোমবার কলেজের সেমিনার হলে এই কর্মসূচির শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র। এদিনের মুখ্য বক্তা ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিসারী সাইন্স বিভাগের অধ্যাপক ডঃ বাসুদেব মন্ডল। এছাড়াও প্রধান অতিথির আসন অলংকৃত করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে, ছিলেন আই.কিউ.এ.সি কো অর্ডিনেটর ডঃ অনিরুদ্ধ সিনহা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অয়ন কুমার ভূঞ্যা। এছাড়া বিভিন্ন বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো শ্রীবৃদ্ধি করে।১৫ই মে থেকে ২২শে মে পর্যন্ত সাত দিন ব্যাপি এই প্রশিক্ষণ শিবিরে ১১০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রাণিবিদ্যা বিভাগের ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় পূর্ণতা পায় এই কর্মশালা। পড়ুয়াদের উন্নত প্রযুক্তিতে মাছ চাষ সম্পর্কে অবগতির কারনে
কলেজ কর্তৃপক্ষের এই মহতী আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *