দক্ষিণ দিনাজপুরব্রেকিং নিউজ

পার্থেনিয়াম উচ্ছেদে বিশেষ পদক্ষেপ নিল হিলি ব্লক প্রশাসন।

নিজস্ব প্রতিনিধি, হিলি: আজ হিলি ব্লকের 5 নং জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাংগালীপুর এলাকায় রাস্তার দু’পাশের পার্থেনিয়াম উচ্ছেদে অংশগ্রহণ করলো হিলি ব্লক প্রশাসন। এলাকার “ভিআরপি”, “ভিসিটি”, সহ আরও কর্মীরা এই কাজে হাত লাগায় । ডেঙ্গু সচেতনতার পাশাপাশি এলাকার ভিআইপি (ভিলেজ রিসোর্স পারসন )এবার পার্থেনিয়াম ধ্বংস করার কাজ করবে । তারা সংকল্প নিয়েছে “পার্থেনিয়াম” মুক্ত হিলি ব্লক গঠন করার । এই পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ সহ প্রশাসন। “পার্থেনিয়াম” মূলত আমাদের মানব জীবনের নানান রকম ক্ষতি সাধন করে। এটি “বিশাক্ত গাছ” নামক এলাকায় পরিচিত । এই গাছ থেকে নানান রকম রোগ ছড়ায়। যার মধ্যে অন্যতম হলো শ্বাসকষ্ট,সর্দি-কাশি, চুলকানী, সহ আরো অন্যান্য । যারফলে খুব ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ উচ্ছেদে হাত লাগাল প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *