পূর্ব মেদিনীপুরবিনোদন

পান এবং ফুল চাষীদের কথা ভেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে চালু হলো কুরুলা এক্সপ্রেস।

নিজস্ব প্রতিনিধি, মেচেদা:-দীর্ঘ আড়াই বছর পর আজ থেক পুনরায় চালু হল কুরুলা এক্সপ্রেস। করোনা প্রকটকালে বন্ধ হয়ে গিয়েছিল 1830 up কুরুলা এক্সপ্রেস। শালিমার থেকে যাওয়ার পথে মেচেদায় রেল স্টেশনে দাঁড়ালো কুরুলা এক্সপ্রেস। এতে গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষী থেকে শুরু করে ফুল চাষিরা উপকৃত হবেন কারণ দীর্ঘদিন ধরে চাষীদের মূলত দাবি ছিল মেচেদা থেকে পণ্যবাহী ট্রেন চালানোর। বিভিন্ন দপ্তরে জানিও কোন কাজ হয়নি অবশেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দারস্ত হয়েছিলেন পান চাষীরা। পান চাষী সংগঠনের সদস্যরা জানান যে গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম গত ৮ দিনের মধ্যে রেল দপ্তরের সাথে কথা বলে কুরুলা এক্সপ্রেস আজ থেকে যাত্রা শুরু করল মেচেদা স্টেশন থেকে। প্রথম দিনেই ট্রেনটি সুসজ্জিত ফুল দিয়ে সাজিয়ে এবং চালককে সংবর্ধনার ও মিষ্টিমুখের মাধ্যমে জি আজ থেকে যাত্রা শুরু করলো শালিমার মেছেদা কুরুলা এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *