Breakingনিমতৌড়িব্রেকিং নিউজশীর্ষ খবর

পানচাষী আন্দোলনের জয়, অভিনন্দন জানিয়ে আড়তে আড়তে পিকেটিং

নিউজ বাংলা লাইভ : পানের গুছিতে ৫০ টির বেশি না দেওয়া,দাম ভাঙ্গানো বন্ধ করা প্রভৃতি দাবিতে দীর্ঘ আন্দোলন জয়যুক্ত হল। পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে আজ আড়তে আড়তে অভিনন্দন জানিয়ে পিকেটিং করা হয়। নিমতৌড়ি আড়তে চাষীদের অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা যায়।

সমিতির কোষাধ্যক্ষ প্রবীর প্রধান বলেন গত তেইশে সেপ্টেম্বর মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে কলকাতায় খাদ্য ভবনে চাষী প্রতিনিধি,পাইকার আরত দার এবং সরকারি আমলা ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় আগামী ১ লা অক্টোবর থেকে গুছিতে ৫০ টি র বেশি পান না দেওয়া এবং দাম ভাঙ্গানি বন্ধ করা কার্যকর হবে। সেই মোতাবেক আজকে আরোতে পিকেটিং করা হয় এবং অভিনন্দন জানানো হয়। তিনি চাষীদের গ্রামে গ্রামে চাষী কমিটি গড়ে তোলার জন্য আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উৎপল প্রধান, সোমনাথ মাইতি, সুশীল জানা, ভৃগুরাম জানা, সামসাদ আলী খান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *