পাঁশকুড়াপূর্ব মেদিনীপুররাজনীতিশীর্ষ খবর

পাঁশকুড়া যশোড়া কোঅপারেটিভ নির্বাচনে তৃনমূল-বিজেপিকে হারিয়ে জয়ী সিপিএম

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পাঁশকুড়ার যশোড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জিতলো সিপিএম। কোলাঘাট,হলদিয়ার পর আবারো পাঁশকুড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় জয়কার সিপিএম। এই সমবায় মোট আসন৯টি সিপিএম ৯টিতৃণমূল কংগ্রেস ৯টি বিজেপি প্রার্থীদের৪টি প্রার্থী দেয়। ভোট ফলাফল জানা যায় যে তৃণমূল কংগ্রেস পায় ৪ টি,সিপিএম ৫ টি,বিজেপি ০ টি।

পাঁশকুড়া এই প্রথম সমবায় সমিতির দখল করলে সিপিএম। সিপিএম জিতারপর বলেন যে পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষ এতে আমরা খুব খুশি একের পর এক সমবায় সমিতি আবারো আমরা জিতছি এতে বুঝা যায় তৃণমূলকে সরিয়ে পুনরায় বিজেপিকে আনছে।

যদিও তৃণমূল দাবি করেন যে বিজেপি সিপিএম জোট বেঁধে ভোট করেছে। বিধানসভা ভোটের বিজেপিকে ভোট ভাগ করে দিয়েছিল সমবায় ভোটে সিপিএম বিজেপির কাছ থেকে পুনরায় ভোট ফিরিয়ে আনতে পেরেছে এতে আমরা খুশি। তবে সমবায় সমিতিতে সিপিএম জিতলেও বোর্ড গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল তবে সেটা কিভাবে কোন উপায়ে বোর্ড গঠনের দিন দেখতে পাবেন আপনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *