পাঁশকুড়াশীর্ষ খবর

পাঁশকুড়া থানায় বাজি বিষ্ফোরণ কান্ডে মৃত সিভিক স্ত্রীকে চাকরির আশ্বাস

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: গতকাল পাঁশকুড়া থানাতে থানার গোডাউনে রাখা শব্দবাজি আগুন লাগার পর বিধ্বংসী আগুন লাগে। পাঁশকুড়া থানার এক সিভিক ভলেন্টিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানায় তমলুকের SDPO গতকাল পুড়ে যাওয়া অংশ দমকল বাহিনী পুরো এলাকা জল দিয়ে ধুয়ে দিয়েছে পরে পাঁশকুড়া থানার পুলিশ বিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে। পাঁশকুড়া থানার পুলিশ সূত্রে জানা যায় যে সিসি ক্যামেরা ধরা পড়েছে পাঁশকুড়ার শিদ্ধা গ্রামের এক বাসিন্দা থানার সামনে ধূমপান করছে সেই ছবি ফুটে উঠে সিসি ক্যামেরায়। সি সি ক্যামেরার ছবি ধরে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পাঁশকুড়া থানার পুলিশ। আজ সকালে দমকল বাহিনী এসে বিভিন্ন এলাকা থেকে মজুত করা শব্দবাজি এবং শব্দবাজির মসলা কে জল দিয়ে নষ্ট করা হলো। পরে পুলিশের গাড়িতে হলদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নষ্ট করা শব্দবাজি ও শব্দবাজির মসলা।

অন্যদিকে হাউর অঞ্চলে বড়দা গ্রামের নেমে এসেছে শোকের ছায়া মৃত গোপাল মান্নার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।কান্নায় ভেঙে পড়েছে বাড়ির পরিজনেরা। সন্তানকে হারিয়ে কান্নায় বিভক্ত মৃতের মায়ের। পরিবার সূত্রের খবর গোপাল মান্না প্রায় কয়েক মাস আগে অসুস্থ ছিল সুস্থ হতে কাজের যোগ দেন। গতকাল থানা থেকে ফোন আছে দ্রুত থানায় আসতে হবে। সেই মতন দুপুরের খাবার খেয়ে দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় গোপাল মান্না। তবে সেই যে শেষ বাড়ি থেকে ফেরা তার স্বপ্নেও ভাবতে পারিনি পরিবার।পরিবারের তরফ থেকে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল তার স্ত্রীকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দেওয়া হবে। কিন্তু পরিবারের তরফ থেকে দাবী করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারে নয় বরং প্রাথমিক বা অন্য কোন দপ্তরে বাড়ির কাছাকাছি কাজ দেওয়া হোক। সব মিলিয়ে এই মুহূর্তে হাউরের বড়দা গ্ৰামে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *