জেলাপাঁশকুড়াপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

পাঁশকুড়ায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় স্বামী সত্যানন্দ যোগমন্দিরের বাৎসারিক অনুষ্ঠানে যোগ দিলেন সুকান্ত মজুমদার ও হীরন চট্টোপাধ্যায়।পাঁশকুড়ার ভবতারিণী মন্দির থেকে পায়ে হেঁটে পদযাত্রার মাধ্যমে আশ্রম পর্যন্ত পৌঁছলেন সুকান্ত মজুমদার এবং হিরন চট্টোপাধ্যায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা মাথায় নিয়ে মঞ্চে এসে রাখলেন সুকান্ত মজুমদার।

রাস্তায় বারবার গ্রুপ ডি কর্মীদের আটকানো নিয়ে হিরন চট্টোপাধ্যায় বলেন- “যা পারে করুক। আমাদের সঙ্গে ভগবান আছেন। চৈতন্যদেব আছেন। আমাদের সঙ্গে প্রভুপাদরা আছেন। আমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। আমাদের সঙ্গে হনুমানজি আছেন। পশ্চিমবঙ্গ অভিশাপ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে এইটুকুই আশা করি।

সামনে হনুমান জয়ন্তী। আমরা সবাই হনুমানের পুজো করি। সারা বছর এত পূজো হয়। কোনও ঝামেলা নেই। আর রামনবমীতে দেখুন! ওরা মনে করছে হনুমান জয়ন্তীকে ব্যবহার করা যাবে। নিন্দা করছি। এই নিয়ে হিরন চট্টোপাধ্যায় বলেন-রাধে রাধে। হরেকৃষ্ণ। হরিবোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *