পাঁশকুড়াপূর্ব মেদিনীপুরবিনোদন

পাঁশকুড়ায় অনুষ্ঠিত হল হুল দিবস , উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র।

নিজস্ব প্রতিনিধি ,পাঁশকুড়া :- অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এবং পাঁশকুড়া 1 পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পাঁশকুড়ার রাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আজ পালিত হল হুল দিবস,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হুল উৎসবের সূচনা হয়, হুল দিবসের উদ্বোধন করেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, উপস্থিত মৎসমন্ত্রী অখিল গিরি,পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি,পাঁশকুড়া 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, অতিরিক্ত জেলাশাসক দিব্যামুরুগেশন,এলাকার BDO,জয়েন্ট BDO সহ এলাকার নেতৃত্ব সহ বিশিষ্টব্যক্তিবর্গরা।পাঁশকুড়ার হুল দিবস উদযাপনের এসে রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি রোজভ্যালি প্রসঙ্গে বলেন কয়েকদিন আগে হাইকোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন রোজভ্যালি কাণ্ডে সুদীপ্ত সেন বারে বারে বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারী কে টাকা দিয়েছেন। চিটফান্ড কাণ্ডে শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকেছিল কিন্তু বিজেপিতে চলে যাওয়ায় সিবিআই পরবর্তীকালে আর তাকে ডাকে না,এর থেকে প্রমাণ হয় যে সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে না। উল্টে তৃণমুলকেই বারেবারে ডেকে হয়রানি করছে। তাই শুভেন্দু অধিকারী কে শিখায় ডাকুক এবং সঠিক তদন্ত করুন আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি, বললেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *