জেলাব্রেকিং নিউজ

পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বিদ্যাসাগর জন্ম বর্ষ উদযাপন

বেলদা,শান্তনু রায়-:: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম  জন্মদিবস পালিত হল সর্বত্র। রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে যৌথভাবে দিনটি পালন করল সারা বাংলা বিদ্যাসাগর জন্মবর্ষ উদযাপন কমিটি, বিদ্যাসাগর স্মরণ সমিতি ও বেলদা মূর্তি সংরক্ষণ কমিটি। সারা বাংলা বিদ্যাসাগর জন্মবর্ষ উদযাপন কমিটির বেলদা শাখা, বিদ্যাসাগর স্মরণ সমিতির খড়গপুর মহকুমা শাখার তরফে বেলদা পেট্রোল পাম্প সংলগ্ন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে সকলে জড়ো হন বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। মাল্যদান করে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষিকা, শুভানুধ্যায়ী, কমিটির সদস্যসহ কচিকাচারা । সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যাসাগরের জীবনের নানান ঘটনাবলী তুলে ধরেন বক্তারা। সভা শেষে পথযাত্রার আয়োজন করা হয়। পথযাত্রা বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এসে শেষ হয়। বিদ্যাসাগরের ছবি ও কোটেশন সম্বলিত ব্যানার হাতে পথ হাঁটেন সকলে।  মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আগামী দিনে সর্বত্র বিদ্যাসাগরের জীবনাদর্শ চর্চার আহ্বান জানান হয়েছে। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস, অনন্ত জানা, সুজন মাইতি, সুশান্ত পানিগ্রাহী, অধ্যাপক বাসুদেব ধাড়া, শিক্ষক রঞ্জন শাসমল, মানস কর, বাঙ্ময় মিশ্র, ডাঃ যোগেন বেরা, অনিন্দ্যসুন্দর পাল সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *