পূর্ব মেদিনীপুররামনগর

পরিবেশ রক্ষায় অঞ্চলে অঞ্চলে টোটো চালিয়ে আবর্জনা সংগ্রহ করবেন মহিলারা।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির নয়টি অঞ্চলের সমস্ত অঞ্চলে আবর্জনা গাড়ি চালিয়ে পঞ্চায়েতের প্রধানের হাতে চাবি ও গাড়ি তুলে দিলেন রামনগর এক নম্বর ব্লক সভাপতি নিতাই চরণ সার। পরিবেশরক্ষার দিকে একধাপ এগোলো রামনগর এক নম্বর ব্লক। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এর আওতায় মা বোনেরা টোটো করে প্রতিটি বাড়ি বাড়ি যাবেন। বাড়ির সমস্ত আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে যে স্থানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করা হয়েছে সেখানে রাখবেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প না থাকার ফলে এ অঞ্চলে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকত। ফলে, একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল, অন্যদিকে তেমনই এলাকায় ছড়াচ্ছিল বিশ্রী দুর্গন্ধও। তবে এই প্রকল্পের ফলে, এখন এই সব সমস্যার সমাধান হবে বলেই আশা করছেন এলকাবাসী এবং সংশ্লিষ্ট সব পক্ষ। আগের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করা হবে মাইকিং করে। পলিথিন প্লাস্টিক জাতীয় দ্রব্য এদিক সেদিক ফেলে না দিয়ে ডাস্টবিনে রাখা হয় তার বার্তা দেওয়া হবে।। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ই-রিকশা গিয়ে ওই সব আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসবে বলে জানালেন রামনগর পঞ্চায়েতের ব্লক সভাপতি নিতাই চরণ সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *