রাজ্যশীর্ষ খবর

পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির ক্ষেত্রে ক্লাস্টার নির্মাণে, ৯০ শতাংশ খরচ বহন করবে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির ক্ষেত্রে ক্লাস্টার নির্মাণে, রাজ্য সরকার ৯০ শতাংশ খরচ বহন করবে। সব ধরণের সমীক্ষা শেষে বিভিন্ন জায়গার জমির মূল্যের ভিত্তিতে, প্রাথমিকভাবে রাজ্যে ১৮টি ক্লাস্টার তৈরি করা হবে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি বাজি কারখানাগুলি চিহ্নিত করে, তা বন্ধ করার ওপর, বৈঠকে জোর দেওয়া হয়।বৈঠকে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ছাড়াও ৭০টি বাজি প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সরকারিভাবে এবিষয়ে বিস্তারিত জানানো না হলেও, বৈঠকে অংশগ্রহনকারী সারা বাংলা আতসবাজী উন্নয়ন সমিতি’র চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, ১৫টি ইউনিট নিয়ে ৬ একর জমির উপরে একটি ক্লাস্টার তৈরিতে খরচ হবে এক কোটি ২০ লক্ষ টাকা। কেউ ব্যক্তিগত জমিতে ক্লাস্টার করতে চাইলে সরকার তার জন্য ব্যাংক ঋনের’ও ব্যবস্থা করবে। এছাড়া বাজি বিক্রীর জন্য দার্জিলিং-এর শিলিগুড়ি ও কলকাতায় দুটি হাব তৈরি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজি তৈরির জন্য এতদিন বিভিন্ন দপ্তর থেকে ছাড়পত্র নিয়ে যে লাইসেন্স পাওয়া যেত, সেই নিয়ম সরলীকরন করার বিষয়েও বৈঠকে কথা হয়। সংশ্লিষ্ট জেলাশাসকের দপ্তরে আবেদন করেই, এখন থেকে লাইসেন্স মিলবে বলে জানা গেছে। তবে, “ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট’- NEERI-র শংসাপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যরাজ্যের মতো এরাজ্যেও, শব্দবাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২০ ডেসিবেল করার প্রস্তাব দেন ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *