ব্রেকিং নিউজশীর্ষ খবর

পদ্ধতিগত কারণে বাতিল হয়ে যাওয়া প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হয়েছে

নিউজ বাংলা টুডে ডেক্স: কৃষক বন্ধু’ প্রকল্পে পদ্ধতিগত কারণে বাতিল হয়ে যাওয়া আবেদন পত্র নতুন করে পরীক্ষা করে দেখার পর রাজ্যের কৃষি দফতর, আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম যুক্ত করেছে। এর ফলে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হল মোট ৯৭ লক্ষর কাছাকাছি। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এপ্রিল মাসে দুয়ারে সরকার কর্মসূচিতে কৃষক বন্ধু প্রকল্পে জমা পড়া বিপুল সংখ্যক আবেদন কেন বাতিল হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়। আবেদনপত্র পূরণে সামান্য কিছু ভুল-ত্রুটি অথবা নথিপত্র না থাকার কারণে প্রায় দেড় লক্ষ আবেদন বাতিল হয়েছে।

কৃষি দফতরের আধিকারিকদের সহায়তা ও পরামর্শ নিয়ে ওই সব আবেদনকারীরা নতুনভাবে আবেদন করার পর তাঁদের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব আবেদনপত্র বাতিল হওয়ার যুক্তিযুক্ত কারণ রয়েছে সে সম্পর্কে কৃষি আধিকারিকেরা বিস্তারিত কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিয়েছেন। কৃষিমন্ত্রী জানান, রাজ্যের মোট ৯৪ লক্ষ কৃষক, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ সাহায্য পান। সাম্প্রতিক দুয়ারে সরকার শিবিরে আবেদন জানানো দেড় লক্ষ উপভোক্তাকে ইতোমধ্যেই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে প্রাথমিকভাবে বাতিল হয়ে যাওয়া আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তার নাম যুক্ত করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *