পটাশপুরব্রেকিং নিউজ

পটাশপুরে বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ গ্রামবাসী দের।

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর:-পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এর চকপদু গ্রামবাসিরা বেহাল রাস্তার অভিযোগ তুলে রাস্তার উপর বাঁশ বেধে পথ অবরোধ করেন। তাদের অভিযোগ চকপদু,চককেন্দু ও চক্রশুল তিনটি গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা দির্ঘদিন ধর খুব খারাপ অবস্থা খানা খন্দে ভড়তি বৃষ্টি নামলে এই রাস্তা একবারে যাতায়াতের অযোগ্য হলে পড়ে এর আগে বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি তাই তারা পথ অবরোধ করেছেন। অবরোধ কারিরা জান এই গ্রাম গুলিতে প্রায় ৪০০ টি পরিবারের কয়েক হাজার মানুষ থাকেন প্রায় ৬ কিলোমিটার রাস্তার হাল অত্যন্ত খারাপ অবস্থা এতটাই বিপজ্জনক যে প্রায় প্রতি দিন কোনও না কোনও দুর্ঘটনা ঘটে। এদিকে এখানেই পোস্ট অফিস স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে। ফলে বিপদ মাথায় রেখেই আমজনতাকে যাতায়াত করতে হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, বার বার বলেও কোনও সুরাহা হয়নি। ফল? গুরুতর অসুস্থদের নিয়ে যাওয়া সমস্যা হয় । অন্যত্র নিয়ে যেতে হয়। জানানো হয়, যত ক্ষণ পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকরা এসে সুরাহার লিখিত আশ্বাস না দিচ্ছেন তত ক্ষণ অবরোধ চলবে। এদিনের অবরোধের ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। নিজের দলের প্রধানের উপর ক্ষোভ উগরে দিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য অনুপম জানা জানান এই রাস্তার তৈরি করার জন্য গ্রাম পঞ্চায়েত এর প্রধান অমিত মন্ডল কে বার বার জানিয়ে ও উনি কোনো সহযোগিতা করেননি কাজের ক্ষেত্র হাত পা বেধে দিয়েছে কাজে সহযোগিতা করেননি। পরিস্থিতি সামাল দিতে মথুরা গ্রাম পঞ্চায়েত এর প্রধান অমিত মন্ডল ঘটনা স্থলে এলে প্রধান কে ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে খুব্ধ গ্রাম বাসিরা। গ্রাম পঞ্চায়েত এর প্রধান অমিত মন্ডল জানান মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর কাজ হয়েছে বিসর্তিন এলাকার রাস্তা বাকি থেকে গেছে বর্তমান এন আর জি এস এর কাজ পুজোর পর কাজ শুরু হলে এই রাস্তা স্কিমে দেওয়া আছে পুজোর পর এই রাস্তার কাজ শুরু হবে।প্রশ্ন উঠছে, খেদ বাড়ছে। ভোগান্তির সুরাহা চাইছেন সাধারণ মানুষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *