Breakingরাজনীতিশীর্ষ খবর

পঞ্চায়েত সমিতি হাতছাড়া তৃণমূলের, দখলে রাখল বিজেপি

নিউজ বাংলা লাইভ :তৃণমূলের হাত ছাড়া শান্তিপুর পঞ্চায়েত সমিতি। জেলার মধ্যে এই প্রথম পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। অতীতে কখনো বামফ্রন্ট পরবর্তীতে তৃণমূলের হলেও শান্তিপুর পঞ্চায়েত সমিতি এই প্রথম দখল করল বিজেপি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির ভোট গঠনের পর বিজেপির নবনিযুক্ত সভাপতি হলেন নৃপেন মন্ডল, যিনি হরিপুর ১০ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে জয়লাভ করেছিলেন। অপরদিকে সহকারি সভাপতি হিসেবে নিযুক্ত হন চঞ্চল চক্রবর্তী, যিনি ফুলিয়া টাউনশিপ ২৮ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে জয়লাভ করেছিলেন। পঞ্চায়েত সমিতি দখলের পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিজয় উল্লাস লক্ষ্য করা যায়।

এদিনের বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার। রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলেও খোঁচা দিতে ছাড়লেন না শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তার দাবি, বিজেপি বারবার দাবি করে এ রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গড়বে, যেদিন এ রাজ্যে ডবল ইঞ্জিনের সকার হবে সেদিন এর রাজ্য উত্তরপ্রদেশে পরিণত হবে। এ রাজ্যে তৃণমূল আছে বলেই মা বোনেরা এখনো স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারে। অন্যদিকে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের দাবি, পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে বিজেপির প্রতি আস্থা রেখেছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোটই দেবেনা মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *