শীর্ষ খবর

পঞ্চায়েত ভোটে মহিলাদের ওপর হিংসার তদন্তে মহিলা সাংসদদের নিয়ে এক তদন্ত কমিটি গঠন করেছে বিজেপি

নিউজ বাংলা লাইভ: বিজেপি পঞ্চায়েত ভোটে মহিলাদের ওপর অত্যাচার ও হিংসার তদন্তে মহিলা সাংসদদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা গঠিত এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সরোজ পান্ডে, রমা দেবী, অপরাজিতা সারঙ্গি, কবিতা পাতিদার এবং সন্ধ্যা রায়। কমিটির সদস্যরা রাজ্যে এসে হিংসাকবলিত এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি আক্রান্ত মহিলাদের সঙ্গেও কথা বলবেন।

এদিকে এরাজ্যে ৩৫৫ ধারা জারি করার মতো পরিস্থিতি রয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণ আন্দোলনের মাধ্যমে এই ধারার বলবতের দাবি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *