রাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত ভোটে কারচুপির প্রতিবাদে আগামীকাল ২১ শে জুলাই রাজ্যের প্রতিটি ব্লকের বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি

নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত ভোটে কারচুপির প্রতিবাদে ২১-শে জুলাই রাজ্যের প্রতিটি ব্লকে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। গতকাল কলকাতায় মহামিছিলের শেষে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচীর কথা ঘোষণা করেন।পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ও ভোট লুঠের প্রতিবাদে ডাকা এই মিছিল কলেজস্কোয়ার থেকে শুরু হয়ে শেষ হয় ধর্মতলার রানী রাসমনি অ্যাভিনিউ-এ। কংগ্রেস ও সিপিআইএম-কেও বিজেপি-র লড়াই-এ সামিল হওয়ার আহ্বান জানিয়ে শ্রী মজুমদার বলেন, বাংলাকে বাঁচাতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আগামী লোকসভা ভোটে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁরা বদ্ধ পরিকর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরে সন্ত্রাস হয়েছে। শুধু কলকাতায় নয়, রাজ্যের সর্বত্র প্রতিবাদ মিছিল করার দাবি জানান তিনি। সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

তৃণমূল কংগ্রেস প্রধান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি-র আজকের মিছিলকে কটাক্ষ করেছেন।

দলের মুখপাত্র, সাংসদ শান্তনু সেন বলেছেন, বিজেপি-র ২১-শে জুলাইয়ের কর্মসূচী হাস্যকর।বিজেপি-র ২১-শে জুলাইয়ের কর্মসূচীকে কটাক্ষ করেছেন, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *