রাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় বিরোধী সব রাজনৈতিক দল, ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে

নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় বিরোধী সব রাজনৈতিক দল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। কমিশনের ডাকা গতকালের সর্বদলীয় বৈঠকের পর বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের সহ বিরোধী দলগুলি কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, সর্বদল বৈঠকে কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনার। মনোনয়ন পেশের সময়ই যখন কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে ভোটের দিন কীভাবে ৮৭ হাজার বুথে নিরাপত্তা দেবেন, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিরোধীরা পাল্টা গোলমাল পাকানোর চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে।

বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে পঞ্চায়েত ভোটে গোলমাল পাকানোর চেষ্টা করছে। তবে তা সফল হবে না।

সর্বদল বৈঠক শেষে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, কমিশন শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন করতে চাইছে না। এখনও অন্তত ৫০টি ব্লকে মনোনয়ন জমাই পড়েনি। কেন্দ্রীয় বাহিনী কবে আসবে, আদৌও আসবে কি না, কোনও প্রশ্নেরই জবাব দিতে পারেননি কমিশনার। কত পুলিশ থাকবে সেটাও পর্যন্ত জানাতে পারেননি রাজ্য কমিশনার।

সিপিআইএম নেতা শমীক লাহিড়ী বলেন, রাজ্য নির্বাচন কমিশনের উচিত ছিল। আরও আগে সর্বদলীয় বৈঠক ডাকা। কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে চাইছে না। নিরাপত্তার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর কমিশনের কাছে নেই। এবারের ভোটে মানুষ তাদের হক বুঝে নেবে।

কংগ্রেস নেতা, আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, পঞ্চায়েত ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা হচ্ছে। কমিশন প্রার্থীদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। তাদের কাছে পুলিশ মোতায়েন নিয়েও কোনো সদুত্তর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *