রাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচন মিটলেও, রাজ্য জুড়ে ‘রাজনৈতিক হিংসা’ অব্যাহত

নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত নির্বাচন মিটলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা, লহান্তি অব্যাহত। নির্বাচনে জয়ী হলেও, শাসক দলের হুমকি ও অত্যাচারে আতঙ্কিত, বীরভূমের বিজেপি প্রার্থীরা, দলীয় কার্যালয়ের পাশাপাশি, ভিন রাজ্যেও আশ্রয় নিচ্ছেন। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে যোগ দেবার জন্য, লাগাতার চাপ দেওয়া হচ্ছে। বীরভূম জেলার ১৭৬টি পঞ্চায়েতের মধ্যে ৭’টি দখল করেছে বিজেপি। মোট ৩৩৫টি আসন গেছে বিজেপির দখলে। ১৯টি পঞ্চায়েত সমিতির কোনোটিই দখল করতে না পারলেও, জেলা জুড়ে তারা ৩৭টি আসন পেয়েছে। এই সাড়ে ৩০০ জন জয়ী প্রার্থীর বেশীরভাগ’ই ঘরছাড়া। অনেকেই আশ্রয় নিয়েছেন, ঝাড়খন্ডে। জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা অভিযোগ করেছেন, শাসক দলের হুমকি এবং অপহরণের আশঙ্কায় অনেকেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, বিভিন্ন জেলায় বিরোধীদের দখলে থাকা কিংবা ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলি, শাসক দল নিজেদের দখলে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ।

বাঁকুড়া জেলায় ১৮টি পঞ্চায়েত, ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্দারথোল, জগদল্লা এক, কেঞ্জাকুরা-পুরন্দরপুর, ছাতনার জামতোড়া, জিড়রা, মেটালা, বড়জোড়ার বৃন্দাবনপুর, বিষ্ণুপুরের অযোধ্যা, রানীবাঁধের অম্বিকানগর, পুড্ডি, ইন্দপুরের ব্রজরাজপুর, ধানারা প্রভৃতি পঞ্চায়েত, ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। তবে, অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি প্রার্থীকে দলে যোগদান করিয়ে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত’টি দখল করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *