শীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেস ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছেন

নিউজ বাংলা লাইভ: আগামী ৮ই জুলাই অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেস ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছেন। গত মঙ্গলবার ছিল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। পরদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন জেলায় কতগুলি আসন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তার তালিকা প্রকাশ করে। তাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিসংখ্যা অসম্পূর্ণ থাকায় গতকাল ফের নতুন তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা গেছে, গ্রাম পঞ্চায়েতের মোট 63 হাজার 229 টি আসনের মধ্যে আট হাজার ২টি আসনে লড়াই হচ্ছে না। এদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় জয়ী প্রার্থীদের সংখ্যা ১ হাজার ৭৬৭। এরপরেই রয়েছে বীরভূম। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৮৯১ জন। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩১ টি আসনের মধ্যে জয়ী হয়েছেন ৯৯১ জন প্রার্থী। এক্ষেত্রেও এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ২৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৯২৮। ১৬ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই ১৬ জনের মধ্যে ৮ জন ই দক্ষিণ ২৪পরগনার।

উল্লেখ্য, রাজ্যের তিনটি বুথে কোন মনোনয়নপত্র জমা পড়েনি। তাই নির্বাচনের দিন এখানে কোন ভোট হবে না বলে নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *