Breakingরাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনে বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকছে না জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন! জানুন বিস্তারিত

নিউজ বাংলা লাইভ: রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে না। তবে ভোটারদের আস্থা অর্জনের জন্য এলাকায় টহলদারি, নাকা চেকিং, আন্তর্জাতিক এবং আন্তরাজ্য সীমানায় থাকা চেক পয়েন্ট গুলিতে নজরদারির কাজে কেন্দ্রীয় বাহিনীকে ব্যাবহার করতে হবে। গত শুক্রবার রাতে কমিশনের এক নির্দেশে জানানো হয়েছে যে সব জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষ ও ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যাবে সেখানেই এই বাহিনীকে ব্যবহার করতে হবে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (সশস্ত্র পুলিশ) তথা রাজ্যের তরফে বাহিনী সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার রাজেশ যাদব এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপরই পঞ্চায়েত ভোটে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কী ভাবে ব্যবহার করা হবে, সেই নিয়ে পুলিশ কমিশনার, জেলাশাসক, পুলিশ সুপারদের চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *