রাজনীতিরাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা তৈরির জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করছে বিজেপি

নিউজ বাংলা লাইভ: বিজেপি, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা তৈরির জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য আন্তরিক ছিল না। তাই যখন কমিশনের কেন্দ্রীয় বাহিনী চাইবার প্রয়োজন ছিল, তারা সেই কাজ করেনি।

পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত বাহিনী মোতায়েন নিশ্চিত করে তবেই ভোট করা দরকার বলে প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, বাহিনী চাইলেই সঙ্গে সঙ্গে তা মেলেনা। বাহিনী কোথাও না কোথাও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকে। সেই জায়গা থেকে তাদের আনতে সময় লাগে। প্রয়োজনের তুলনায় কম সংখ্যক বাহিনী দিয়ে ভোট করানো হলে তাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্ভব হবে না বলে অধীর বাবু মন্তব্য করেন। এজন্য সম্ভব হলে পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়া বা আরো দফা বাড়ানোর পক্ষে সওয়াল করেন তিনি। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও বলেছেন, একদফায় ভোট করার যোগ্যতা‌ নির্বাচন কমিশনের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *