শীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে প্রায় ২০ হাজারের বেশি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার কেন করেছেন তাও কমিশনকে জানাতে হবে। ২৭ জুনের মধ্যে কমিশনকে এই হলফনামা জমা দিতে হবে বলে গতকাল নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ মত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করায় রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পৃথকভাবে আদালত অবমাননার মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী।

এর পাশাপাশি ক্যানিং ১ ব্লকের ২৭৪ টি আসনে একটি দলই কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তাও কমিশনকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *