রাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্রতিবেশী চার রাজ্য থেকে পুলিশ কর্মী আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার প্রতিবেশী চার রাজ্য থেকে পুলিশকর্মী আনতে উদ্যোগী হয়েছে। এই জন্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে ইতিমধ্যে বিহার, উড়িষ্যা ঝাড়খন্ড ও তামিলনাড়ু সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে তারা কতজন পুলিশ কর্মী পাঠাতে পারবেন, রাজ্য সরকারের তরফে দেওয়া চিঠিতে রাজ্যগুলিকে তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। এই দিকে মনোনয়ন পর্বে বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসতে থাকায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *