রাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে রাজ্যে

নিউজ বাংলা লাইভ: সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ক্ষয়ক্ষতি ও সম্পত্তি নষ্ট হওয়া সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা পড়েছে। নির্বাচনের কাজে ব্যবহার করতে গিয়ে এখনও পর্যন্ত ২০৬ টি স্কুলের বেঞ্চ, ফ্যান, চেয়ার, টেবিলের মতো সম্পত্তি নষ্ট হয়েছে বলে বিভিন্ন জেলা থেকে আসা তথ্যের ভিত্তিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের তৈরি করা রিপোর্ট নবান্নে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি। স্কুলের ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। এই ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের প্রায় ৩৭ লক্ষ টাকা খরচ হবে। স্কুল গুলিতে দ্রুত পঠন-পাঠন শুরু করার জন্য সব জেলা শাসকদের ক্ষয়ক্ষতি মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *