রাজনীতিশীর্ষ খবর

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আগামী বুধবার রাজ্যজুড়ে প্রচারাভিযান শুরু করছে

নিউজ বাংলা লাইভ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আগামী বুধবার থেকে রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু করতে চলেছে। দলের প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ কলকাতার কালীঘাটের বাসভবনে নির্বাচনের রণকৌশল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, এই জন্য ৫০ জন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২০ দিন ধরে তারা প্রতিটি অঞ্চলে গিয়ে এই প্রচার অভিযানে অংশ নেবেন। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করছে, প্রচারে সেই কথা তুলে ধরতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই পূরণ করতে পারেনি বলেও প্রচারে তুলে ধরতে হবে বলে জানানো হয়েছে। দলের নির্দেশ অমান্য করে যারা নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কাছে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তা না করলে তাঁদের আর দলে ফেরানো হবে না বলে কল্যাণবাবু জানান। আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা না মেটানোয় নির্বাচনের পরে রাজ্যের দশ লক্ষ মানুষকে নিয়ে দলের তরফে দিল্লি যাওয়া হবে বলেও আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মহিলা ভোটে নজর দিতে দলনেত্রী বঙ্গ জননী শাখা কে আরও সক্রিয় করে তোলার জন্য চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় ও শশী পাজা কে দায়িত্ব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *