Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

নেপালের নতুন আইনে বিপাকে ভারতীয় পণ্য ব্যাবসায়ীরা,মোটা শুল্কের বিরোধীতায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভারত নেপাল সীমান্তে

নিউজ বাংলা লাইভ : খড়িবাড়ি;নেপালের নতুন আইনের বিরোধিতা পানিট্যাংকি এলাকায় বিক্ষোভ ব্যবসায়ীদের। নেপালের নতুন আইনের জেরে বিপাকে ভারতীয় ব্যাবসায়ী মহল।ভারত থেকে জিনিসপত্র নিয়ে নেপাল গেলেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের শুল্ক।এরই বিরোধিতায় পানিট্যাংকি এলাকায় বিক্ষোভ ব্যবসায়ীদের।শুক্রবার খড়িবাড়ির ভারত -নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সদস্যরা। ব্যবসায়ীদের দাবি,

এই আইনের জেরে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে।ফলে আমাদের দোকান কার্যত বন্ধের মুখে।আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক দীপক চক্রবর্তী বলেন,নেপালের এই আইনের জন্য আমাদের ব্যবসা শেষের মুখে।আগের মতো ব্যবসা হোক চাইছেন সকলেই।সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। এদিন প্রায় দুই ঘন্টা অবরোধ করার পর বিক্ষোভ তুলে নেন ব্যবসায়ীরা।পরে গোটা বিষয়টি নিয়ে বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *