শীর্ষ খবর

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়!

নিউজ বাংলা লাইভ:নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ তাঁর দিল্লি যাওয়ার কর্মসূচি থাকলেও তিনি তা বাতিল করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামীকাল বসছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের অষ্টম বৈঠক।

এইদিনই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় অংশ নিতে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামেও যেতে পারেন তিনি। দেখা করতে পারেন বেআইনি বাজি কারখানায় বিস্ফোরনে নিহতদের পরিবারের সঙ্গে। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও তাঁর কথা হতে পারে।

উল্লেখ্য, ১৬ই মে ঐ বিস্ফোরণে কারখানার মালিক ভানু বাগ সহ এগারো জনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত করছে সিআইডি। বদলি হয়েছেন এগরা থানার আইসি । জানা যায় , আগামীকাল শালবনী স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের দলীয় সমাবেশ ও পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি হবে। তৃণমূলে নবজোয়ার” কর্মসূচিতে এদিন গোপীবল্লভপুর দিয়ে কেশিয়াড়িতে ঢুকবেন অভিষেক। পরে যাবেন শালবনীতে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, শালবনীর সমাবেশে যোগদানের পর মেদিনপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *