দক্ষিণ দিনাজপুর

নিষিদ্ধ হিরোইন বিক্রির সময়ই হাতেনাতে পাকড়াও ক্রেতা ও বিক্রেতা

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা তেমন বাড়ছে তেমনি নেশার কারবারিরা তাদের মিশন অব্যাহত রেখেছে। রাজনৈতিক হিংসার ঘটনার আড়ালে নেশা কারবারিরা দিব্যি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে নিরবে। হিরোইন বিক্রি করার সময় ক্রেতা এবং বিক্রেতাকে এবার হাতে নাতে পাকড়াও করল বালুরঘাট থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বিরাট সাফল্য সবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের কুরমাইল এলাকায়।

নটার সময় বালুরঘাট থানায় এদিন আজ সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। সঙ্গে ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা। ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশকর্তারা জানান, হিরোইনের বাজার মূল্য কত তা এখনই বলা সম্ভব নয় তবে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার ক্রেতা এবং বিক্রেতা। ক্রেতার নাম সুব্রত মন্ডল। অন্যদিকে বিক্রেতা একজন মহিলা তিনি অঙ্গনারী কর্মী। তাদের বাড়ি যথাক্রমে কুর মাইল এবং তাহের চক। ধৃতদের মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলা হবে।

এই নিষিদ্ধ হেরোইন কারবারের সঙ্গে আরও বড় চক্র জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান তাদের মাথা খোঁজবার জন্য পুলিশ আদালতে তুলে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে। লাগাতার নেশা বিরোধী এই ধরনের অভিযান চালানো হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *