জেলাব্রেকিং নিউজ

নিম্নচাপ সরে গেছে, বৃষ্টি নেই কিন্তু জল যন্ত্রণা থেকে ময়না বাসীর মুক্তি নেই, ময়না -পাঁশকুড়ার যোগাযোগ রাস্তাটি বিচ্ছিন্ন।

নিজস্ব প্রতিনিধি ,ময়না ::নিম্নচাপ সরে গেছে, এখন বৃষ্টিও নেই অথচ ময়নার বেশিরভাগ রাস্তাঘাট, ঘরবাড়ি এখনো জলের তলায়।এমনকি হোগলা বাড়ি থেকে প্রজাবার পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে পিচ রাস্তাটি আছে সেটি জীবন মোড়ের কাছে বেশ কিছুটা জায়গা এখানো এক হাঁটু জলের তলায়। ফলে ময়না থেকে পাশকুড়া যাওয়ার যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে রয়েছে।এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। ময়নার মানুষ পাঁশকুড়া যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে। প্রতিদিন ব্যবসায়ী থেকে শুরু করে, রোগীর অ্যাম্বুলেন্স,নিত্য অফিস-আদালতে যাতায়াত করার মানুষজন এই রাস্তার উপর নির্ভরশীল। এছাড়াও ময়না গ্রামের ভেতরে রাস্তাগুলি জল বন্দি অবস্থায় রয়েছে। ঢালাই রাস্তা গুলি তে এমন শ্যাওলা হয়েছে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে।প্রথমে প্রশাসনের উদ্যোগে কিছুটা জল মারার পরিকল্পনা নেওয়া হলেও বর্তমানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ময়না বাসি জলযন্ত্রণার মুক্তির আশায় দিন গুনছে।। এমনই বেশ কিছু তথ্য পাওয়া গেল রাস্তা দিয়ে যাওয়া নিত্যযাত্রীদের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *