পূর্ব মেদিনীপুরস্বাস্থ্য

নিমতৌড়ীতে কোবরা ক্লাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি,নিমতৌড়ী: কথায় বলে রক্ত দান জীবন দান। অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে। রক্তের যোগান অব্যাহত রাখতে বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো তমলুকের নিমতৌড়ী মধ্যমপল্লী কোবরা ক্লাব আয়োজন করল দুদিন ব্যাপী বাৎষরিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তৎসম একদিনের প্লাস্টিক নক আউট ক্রিকেট প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংকের সহাযোগিতায় রক্ত সংঘের কাজ শুরু হয়। এদিনের ক্যাম্প পুরুষ ও মহিলা নিয়ে মোট ৬৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অন্যদিকে বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ রোগীদের দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *