নিমতৌড়িপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

নিমতৌড়ি পান আড়তে পান চাষীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নিমতৌড়ি: নির্ধারিত দিনে চাষীদের কাছ থেকে পান না কিনে ছুটির দিনে পান কেনার অভিযোগে চাষিরা বিক্ষোভ দেখালো নিমতৌড়ি পান আড়তে। চাষীদের অভিযোগ আজ বুধবার কয়েক হাজার চাষী যখন সকালবেলা আড়তে পান নিয়ে হাজির তখন এক প্রভাবশালী ক্রেতা পান কিনতে অস্বীকার করেন।

তখনই চাষিরা জানতে পারেন আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছুটির দিনে পরিচিতদের কাছ থেকে পান কিনে গাড়ি ভর্তি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিজেদের পান বিক্রি হবে না এই আশঙ্কায় চাষীরা বিক্ষোভ দেখাতে থাকে। চাষীরা পান ছড়িয়ে বিক্ষোভ দেখান।

পান ব্যবসায়ীদের এই অনৈতিক কাজের প্রতিবাদ জানান পান চাষী সমন্বয় সমিতি। সমিতির অন্যতম সদস্য সামসাদ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাষীদের ক্ষোভের কথা শোনেন।

তিনি বলেন এমনিতে চাষিরা দাম পাচ্ছে না তার উপর নির্ধারিত দিনে পান না কিনে অন্য দিনে পান কিনে রপ্তানি করলে চাষিরা ক্ষতির মুখে পড়ছেন। অবিলম্বে এই ধরনের কারচুপি বন্ধ হওয়া দরকার। বিকেলে সমিতির পক্ষ থেকে আড়তদারদের সংগঠনের সাথে দেখা করে বিষয়টি রাখা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *