Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

নিকাশি হাইস্কুলে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হল আজ

নিউজ বাংলা লাইভ : প্রাথমিকে বৃত্তি পরীক্ষার শুরুপ্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প: ব:) পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হল। চলবে আগামী শনিবার পর্যন্ত। সারা রাজ্যে ২২৫০ টি সেন্টারে ১ লক্ষ হবে ৫৭ হাজার ৯০০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। নিকাশি হাইস্কুলে পরীক্ষা সেন্টারে ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সেন্টার ইন চার্জ প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মাইতি সকল অভিভাবক শিক্ষানুরাগী মানুষজনকে অভিনন্দন জানান।১৯৯৫ সালে প্রথম এই পরীক্ষা চালু হয়। ভাষাচার্য ডঃ সুকুমার সেন, প্রখ্যাত বিজ্ঞানী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশীল কুমার মুখোপাধ্যায়, প্রমথনাথ বিশী প্রমূখ গুণীজন এই শিক্ষা আন্দোলনে যুক্ত থেকে বৃত্তি পরীক্ষা শুরু করেন। অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘ দিন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে যাচ্ছে।

পূর্বতন সরকারের ভ্রান্ত ভাষা শিক্ষানীতি, পাশ ফেল তুলে দেওয়ার নীতির প্রতিবাদে আন্দোলনের পদক্ষেপ হিসাবে এই পরীক্ষার চালু হয়। বর্তমানেও জাতীয় শিক্ষা নীতির নামে এবং এ রাজ্যে তাকে রাজ্য শিক্ষা নীতির মাধ্যমে কার্যকর করে শিক্ষার প্রাণসত্ত্বা ধ্বংস করার বিরুদ্ধে এই পরীক্ষা একটি অন্যতম আন্দোলন। সেন্টারে পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মাইতি শিক্ষক দীপক দাস, নকুল মন্ডল, অনুপ মাইতি প্রমূখ। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই পরীক্ষা পরিচালনার সাথে যুক্ত সকলকে নকুলবাবু অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *