তমলুকপূর্ব মেদিনীপুরশিল্পশীর্ষ খবর

নার্সারি থেকে মাছ চাষ! সিএডিসি-র উদ্যোগে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মহিলারা

নিজস্ব প্রতিনিধি,তমলুক: পশু পালন মাছ চাষ নার্সারি মাশরুম চাষ বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে গ্রামের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। সিএডিসি প্রজেক্টের বিভিন্ন প্রকল্পে কাজের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছেন ওইসব মহিলারা। সি এ ডি সি প্রজেক্ট এর বিভিন্ন কাজের পাশাপাশি এখন জোর দেওয়া হয়েছে টমেটো সস বা টমেটো কেচাপ তৈরি। সিএডিসি তমলুক প্রোজেক্টে ৩৭ জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত। শুধু কেচাপ তৈরি করা নয়, বিক্রিও করছেন ওইসব মহিলারা।

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় সিএডিসি প্রতিবছর শীতকালীন শাক সবজির পাশাপাশি টমেটো চাষ করে থাকে। টমেটো এবার অধিক মাত্রায় ফলন হয়েছে কিন্তু বাজারে সেভাবে দর নেই। তাই টমেটো কে না ফেলে টমেটো থেকেই ক্যাচাপ তৈরি করার কাজ শুরু করেছে তারা। আর এই কাজে নিযুক্ত করেছেন স্ব সহায়ক দলের মহিলাদের।

এর ফলে সিএডিসি একদিকে যেমন টমেটোকে নষ্ট না করে সস বানিয়ে বাজারজাত ও করছেন অন্যদিকে গ্রামের মহিলাদের কাজও দিয়েছে। এ বিষয়ে তমলুক প্রোজেক্টের ডেপুটি ডাইরেক্টর উত্তম লাহা জানিয়েছেন, একদিকে অধিক ফলনজাত টমেটো নষ্ট হচ্ছে না অন্যদিকে আবার গ্রামের মেয়েরাও টমেটো সস তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

প্রসঙ্গত সিএডিসি প্রজেক্ট এর মাধ্যমে শুধু টমেটো সস নয় সারা বছরই নানান ধরনের কাজ হয় যেমন পশুপালন মাশরুম চাষ মাছ চাষ রঙিন মাছের চাষ নার্সারি। আর এইসব কাজে নিযুক্ত আছে গ্রামের স্ব সহায়ক দলের মহিলারা। ওইসব মহিলারা বাড়ির কাজের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজের মাধ্যমে আর্থিক উপার্জনও করছে। ফলে ঘর সংসার চালাতে তাদের সুবিধাই হচ্ছে। এক্ষেত্রে গ্রামের অর্থনীতির হাল ফেরাতে বড় ভূমিকা পালন করছে সিএডিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *