ব্রেকিং নিউজ

নাগরিকদের বিশেষ পরিষেবার ব্যবস্থা করলেন কালিম্পং পৌরসভা

স্বপন পাল দার্জিলিং
নিজস্ব প্রতিনিধি ,কালিম্পং পৌরসভা তাদের নাগরিক পরিষেবা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তথাকথিত নাগরিক পরিষেবা কে আরও উন্নত করার জন্য বিশেষ করে সক্ষম এবং বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বিশেষ পরিষেবা দিতে কালিম্পং পৌরসভা একটি তথ্যভান্ডার গড়ে তুলেছিল গতবছর এর মূল উদ্দেশ্য ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এবং সক্ষমদের যে মানবিক ভাতা দেওয়া হত তার পরিষেবা ।পরিষেবার মান ভাল ছিলনা বলে ও বহু অভিযোগ জমা পড়েছিল কালিম্পং পৌরসভায়।

আজ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 100 জন বৃদ্ধ-বৃদ্ধা ও সক্ষম মানুষদের হাতে মর্যাদা কার্ড তুলে দিল কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান। এই কার্ডটি বৃদ্ধ-বৃদ্ধা , সক্ষমদের পৌর এলাকায় বসবাস ও পৌর পরিষেবা নিতে অনেকটা সাহায্য করবে এমনকি পরিচয় পত্র হিসেবেও তার এই মর্যাদা কার্ডটি কাজে আসবে। কালিংপং পৌরসভার এই কাজটিকে কার্ড টি দেওয়ার জন্য প্রাপকরা অভিনন্দন জানিয়েছেন পৌর প্রধান কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *