জেলাব্রেকিং নিউজ

নবমীতে ময়না জলপ্লাবিত দুঃস্থ মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: পূর্ব মেদিনীপুর জেলার ময়নার উদ্যোগী সংঘের দুর্গোৎসব ( ময়না রবিবারের বাজার) এ বছর 76 তম বর্ষে পদার্পণ করেছে। এই দুর্গোৎসব একসময় শুরু করেছিলেন ময়না রাজ্য পরিবার অর্থাৎ বাহুবলীন্দ্র রাজপরিবার ।বর্তমানে এলাকার উদ্যোগী, সমাজসেবী,দেবত্ব মনোভাবাপন্ন যুবকদের সহযোগিতায় এই দুর্গোৎসব এগিয়ে চলেছে। এই সংঘের পক্ষ থেকে আজ নবমীর সকাল থেকেই এলাকার প্লাবিত বিভিন্ন ধর্মের দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই নবমীর দিনে এলাকা বা এলাকার বাইরের বিভিন্ন ধর্মের মানুষদের বসে অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১২০০ জন মানুষকে এই অন্ন ভোগের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়। অন্ন ভোগের প্রসাদ বিতরনের শুভ সূচনা করেন ময়না থানার অফিসার্ ইনচার্জ গোপাল পঠক। এর মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা প্রেরণ করছে উদ্যোগী সংঘ । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না থানার অফিসার ইনচার্জ গোপাল পাঠক, ময়না ব্লক পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মদক্ষ শেখ জামাল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক সুভাষ চন্দ্র পাল( জাটায়ু), বিশিষ্ট সমাজসেবী ও রাজ্য সরকারি কর্মচারী সুরজিৎ মাইতি, রাজপরিবারের সদস্য অশোকানন্দ বাহুবলীন্দ্র, পূর্ণা নন্দ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক সমীর মাইতি, উদ্যোগী সংঘের সভাপতি রাকেশ মুরদিঙ্গা,সহ-সভাপতি কাত্তিক মাইতি, সম্পাদক সন্দীপ চক্রবর্তী, সহ-সম্পাদক রমেশ দাস, কোষাধক্ষ্য দুষ্মন্ত ভৌমিক সহ উদ্যোগী সঙ্গে অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় বাংলায় প্রত্যেকটি পুজো উদ্যোক্তাদের যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন এবং কোভিড 19 বজায় রেখে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজো পরিক্রমার নির্দেশিকা দিয়েছেন তার জন্য উদ্যোগী সংঘের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন ,শুভেচ্ছা, সম্মান শ্রদ্ধা, প্রণাম সহ ওনার শারীরিক সুস্থতা কামনা করছে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *