নন্দীগ্রামপূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে ভোট প্রচারে ঝড় তুললেন দেবাংশু!

পূর্ব মেদিনীপুর: প্রথম দিনেই নন্দীগ্রামে ভোট প্রচারে ঝড় তুললেন দেবাংশু ভট্টাচার্য।নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার শুরু করলেন।গতকালই ব্রিগেডের জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করেছেন।আজ থেকেই ভোট প্রচার শুরু করে দিলেন দেবাংশু ভট্টাচার্য।এদিন প্রথমে তিনি নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেন তারপরে শামসাবাদ মাজারে চাদর চড়ান।

সামসাবাদী একটি ছোট পথসভা ও করেন পথসভা শেষ করে বেরিয়ে যান গোকুলনগরে,গোকুলনগরের কর পল্লীতে নন্দীগ্রামের ২০০৭ সালের শহীদ বেদীতে মাল্যদান করেন, সোনাচুরা বাজারে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকদের নিয়ে, গড়চক্রবেড়িয়া বাজারে এবং কেন্দেমারিতে, একটি পথসভা করেন।রাস্তায় যাওয়ার পথে তিনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।নন্দীগ্রামের মতন জায়গায় প্রচারে ঝড় তুললেও ভোট বাক্সে কতটা ঝড় ওঠে তা সময়ের অপেক্ষা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *