Breakingদুর্ঘটনানন্দীগ্রামব্রেকিং নিউজ

নন্দীগ্রামে বাস দুর্ঘটনায় মৃত ও আহত পরিবারদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য

নিউজ বাংলা টুডে ডেস্ক : নন্দীগ্রামে বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন রাজ্য সরকার। সেই ঘোষনা অনুসারে শুক্রবার নন্দীগ্রাম- পঞ্চায়েত সমিতির সভাগৃহে মৃত আহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, হলদিয়া মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা। গত ৮ ই মে নন্দীগ্রাম চন্ডিপুর রাজ্য সড়কের ঠাকুরচকের নিকট দুটি যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী টেকারের ধাক্কায় দুজনের মৃত্য হয় আহত হয় বেশ কিছুজন। এদিন মৃত দুই পরিবার সহ মোট ৩৯ জনের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। মৃত পরিবারের হাতে আড়াই লক্ষ এবং গুরুতর যখমদের ৫০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *