জেলানন্দীগ্রামপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

নন্দীগ্রামে পুলিশি সন্ত্রাসবিরোধী কমিটি তৈরি হবে, ঘোষণা শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ বিজেপির তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তোলা হয় বিভিন্ন সময়। নন্দীগ্রামে সেই পুলিশি সন্ত্রাস রুখতে এবার গ্রামে গ্রামে নয়া কমিটি তৈরির ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার নন্দীগ্রামে বিজেপির কার্যকর্তাদের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ধিক্কার সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু। সেখান থেকেই তিনি তার বক্তব্যে বলেন, “১৫ই ডিসেম্বরের পরে আমি নন্দীগ্রামে টানা চারদিন গ্রাম চলো অভিযান করবো। ওই গ্রামের লোক থাকবেন এবং সেখানে পুলিশি সন্ত্রাসবিরোধী কমিটি তৈরি হবে। প্রত্যেকটা গ্রামে পুলিশি সন্ত্রাস রুখে দেওয়ার জন্য গণ কমিটি তৈরি হবে।

সাম্প্রতিক কয়েকদিন আগে নন্দীগ্রামের হরিপুর কিষানমান্ডিতে গ্রামবাসীদের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। সেই ঘটনায় কৃষি আধিকারিককে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট মেঘনাদ পালসহ মোট সাত জনকে গ্রেফতার করে। মঙ্গলবার তারই প্রতিবাদে নন্দীগ্রামের জানকীনাথ মন্দির প্রাঙ্গণে ধিক্কার সভা করে বিজেপি। সেখান থেকে রাজ্যের পুলিশ এবং শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। এদিনের গোটা সভাটি নন্দীগ্রাম- ১ ব্লকের উত্তর মন্ডলের ডাকে অনুষ্ঠিত হয়। যেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি প্রলয় পাল সহ অন্যান্যরা। ধিক্কার সভা শেষ করেই গ্রেফতার হওয়া মেঘনাদ পালের বাড়িতে যান শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *