নন্দীগ্রামপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

নন্দীগ্রামে দিদির দূত, দিদির সুরক্ষা কবচ কর্মসূচির পাশাপাশি কার্যালয় অফিস উদ্বোধন করেন তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পীযুষ কান্তি ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: আজ নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদির দূত সুরক্ষা কবজ কর্মসূচি অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নন্দীগ্রামে অতি প্রাচীন জানকীনাথ মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিকে পূর্ণ মর্যাতায় পালনের উদ্দেশ্যে চার নম্বর অঞ্চল নেতৃত্বদের নিয়ে বেরিয়ে পড়েন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পীযুষ কান্তি ভূঁইয়া, সেইসঙ্গে চার নম্বর অঞ্চলের কার্যালয় অফিস জেহুরু মোড়ে নতুন রূপে উদ্বোধন অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম এক ব্লক নেতৃত্ব প্রাক্তন অঞ্চল সভাপতি সুদীপ খাঁড়া, পঞ্চায়েত সমিতির মেম্বার মালেক সাহেব, ব্লক মহিলা নেত্রী নন্দিনী গোল ,সুমনা মহাপাত্র, চার নম্বর অঞ্চলে আটজন পঞ্চায়েত মেম্বার , যুব সহ সভাপতি শেখ তাজামুল আলী খান, একনিষ্ঠ তৃণমূল কর্মী চার নম্বর অঞ্চলে শেখ করিম কাজী সহ অন্যান্য নেতৃত্ব, এরপরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চল বাইপাস মোড়ে পীরের থানে চাদর চড়ানো হয় এবং শহীদ সুদীপ্ত তিয়াড়ী স্ট্যাচুতে শহীদ শ্রদ্ধার্ঘ্য জানায়।

গদাই বলবাড় হর নারায়ন প্রাথমিক বিদ্যালয়ে এবং গদাই বলবাড় অমর লতা প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন কোনরকম সমস্যা রয়েছে কিনা শিক্ষক-শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে শোনেন এবং লিপিবদ্ধ করেন তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পীযুষ্কান্তি ভূঁইয়া, এরপর সারাদিনের কর্মসূচিতে বটতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির শনি মন্দির এবং শীতলা মন্দিরে পুজো দিয়ে বাতাসা হরিলুট করে তিনি বার্তা দেন আমাদের সজাগ থাকতে হবে পঞ্চায়েত ভোটে ভোট যেন হরিলুট না হয়ে যায়।

এরপর এক কর্মীর বাড়িতে দুপুরের আহার গ্রহণ করেন সকলে মিলে দিদির দূতেরা পঞ্চায়েত অফিসে পরিদর্শন করেন ও বিকেলের কর্মসূচি ডিজামতলায় কর্মীসভা এবং আভ্যন্তরীণ মিটিং করতে প্রস্তুতি নেন পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *