নন্দীগ্রামপূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে তালা ঝোলালো বিজেপি,তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ দেবাংশুর।

পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুর জেলাকে গাদ্দারের জেলা বলার আজ সকালে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল।বিক্ষোভের সঙ্গে সঙ্গে বিজেপির দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে লাগিয়ে চাবি তালা মারা হয়।বিজেপি নেতা প্রলয় পাল বলেন মুখ্যমন্ত্রী যতদিন না গদ্দারের জেলা বলার জন্য ক্ষমা চাইবে, ততদিন পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা লাগানো থাকবে।

সেই তালা লাগানোর প্রতিবাদে আজ বিকালে নন্দীগ্রামে উপস্থিত হন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য। হাতুড়ি দিয়ে তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং বলেন শুভেন্দু অধিকারীর উস্কানিতেই এই কাজ করছে বিজেপি।আরো বলেন যে কোনো রাজনৈতিক দল কিছু বলতেই পারে, তার মানে এই না যে তালা লাগিয়ে দেওয়া হবে।পুলিশ এ কমপ্লেইন করে বলবো যেন ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *