নন্দীগ্রামপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত এক! চাঞ্চল্য এলাকায়

নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম দিব্যেন্দু মণ্ডল (৪২)। মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে ঠিক কী কারণে তাঁকে গুলি করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার (Nandigram Police Station) পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নামে এলাকায় অনেক অভিযোগ ছিল। অনেককে চাকরি দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছিলেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বিজামতলায়। মৃত দিব্যেন্দু মণ্ডলের বাড়ি নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ডি জামতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *