নন্দকুমারপূর্ব মেদিনীপুরবিনোদন

নন্দকুমার ব্লক প্রশাসনের উদ্যোগে কর্মতীর্থ প্রকল্পের উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমারঃ- নন্দকুমার পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুমাআড়া গ্রাম পঞ্চায়েতের মহাম্মদপুর গ্রামের শিশু কল্যাণ পরিষদের জায়গায় ১১৬ নং জাতীয় সড়কের পাশে উদ্বোধন হলো কর্মতীর্থ প্রকল্পের।ব্যবস্থাপনায় নন্দকুমার ব্লক প্রশাসন। ২০১৭ সালে ভৃত্তিপ্রস্থ হয়। ২০১৯ সালে তৈরি হলেও করোনার কারনে উদ্বোধন করা সম্ভব হয়নি, এই কর্মতীর্থ টিতে সর্বমোট 32 টি স্টল রয়েছে । আজ তার শুভ উদ্বোধন হয় । উদ্বোধন করেন নন্দকুমার বিধান সভার বিধায়ক সুকুমার দে, সভাপতি দীননাথ দাস, বিডিও শানু বক্সী, জয়েন ভিডিও, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নিখিল মাজী, জেলার মার্কেটিং ম্যানেজার সত্যব্রত ব্যানার্জি, জেলা শিল্প কেন্দ্রের সাধারণ প্রবন্ধক গৌতম সাধুখাঁ বলেন পূর্ব মেদিনীপুর জেলায় এটি 29 তম কর্মতীর্থ । উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সদস্য, সদস্যা, প্রধান উপপ্রধান । সভাপতি দিনানাথ দাস বলেন এক বছরের এগ্রিমেন্ট থাকবে । যদি কেউ চালাতে না পারে তার কাছ থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেবে। সবশেষে বিধায়ক বলেন এখানে আমাদের আরও পরিকল্পনা রয়েছে এখানে একটি সেন্টাল বাস স্ট্যান্ড করা হবে সেই সঙ্গে একটি বাজার, যেখানে মাছ, মাংস, শাক, সবজি থেকে শুরু করে মুড়ি সমস্ত কিছু ব্যবসা এখানেই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *