নন্দকুমারপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির প্রতিষ্ঠাতা দিবসে ভবঘুরেদের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির প্রতিষ্ঠাতা দিবস উদযাপন উপলক্ষে সংস্থার পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামী কুমুদিনী ডাকুয়া প্রতিকৃতিতে মাল্যদান এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা মালতী চক্রবর্তী, এদিন সংস্থার তাৎপর্য বিশ্লেষণ করেন সংস্থার সম্পাদক শৌলজা বাড়ি। এদিন প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়। নন্দকুমারের খঞ্চি থেকে শুরু করে নন্দকুমার চৌরাস্তা পথসাথী হয়ে নন্দকুমার বিডিও অফিস, নন্দকুমার বাজার, পিয়াদা, ব্যাবত্তারহাট, তমলুক, মেছাদা থার্মোল গেট থেকে মেছাদা প্লাটফর্ম পর্যন্ত প্রায় ৪০ জন বয়স্ক, প্রতিবন্ধী এবং ভবঘুরেদের শীতবস্ত্র এবং কেক বিতরণ করা হয়।

এদিন কর্মসূচিতে অংশ নেন সংস্থার সমাজকর্মী শ্রীকৃষ্ণ মাইতি, দীলিপ চাকড়া, পার্থ ভৌমিক সহ একাধিক সদস্যবৃন্দ।
সংস্থার সম্পাদক শৌলজা বাড়ি বলেন, কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি সারা বছর ধরে জেলা জুড়ে অসহায় দিবাঙ্গ, বয়স্ক এবং শিশুদের সেবায় নিয়োজিত থাকে। এই শীতেরকনকনে ঠান্ডায় ভবঘুরেরা খুব কষ্টের মধ্যে রয়েছে।

সংস্থার প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা আজ ভবঘুরেদের শীতবস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *