পূর্ব মেদিনীপুরমহিষাদলশীর্ষ খবর

নদীতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশি হয়রানি-জুলমবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তমলুক:রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ ও সংসার চালান বেশ কিছু মানুষ। যদিও অভিযোগ, এর জন্য অনেক খেসারত দিতে হচ্ছে নদী তীরবর্তী এলাকার এই মানুষদের। দীর্ঘ কয়েক মাস ধরেই রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তোলা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন শ্যামপুরের পাঁচসেরা গ্রামের কয়েকশো পরিবার। সমস্যা সমাধানে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেও কোনও সমস্যার সমাধান না হওয়ায় এবার আন্দোলনে নামল নৌকাজীবী শ্রমিক ইউনিয়ন।

নৌকাজীবী শ্রমিকদের উপর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ করে পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রূপনারায়ণ ও হুগলি নদীর সংযোগস্থল থেকে মঙ্গলবার নৌকা মিছিল করা হয়। মঙ্গলবার সকালে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া থেকে দশটা নৌকায় চেপে নৌকাজীবী শ্রমিকরা নদীপক্ষে মিছিলের সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *