পশ্চিম মেদিনীপুরবিনোদন

নতুন ব্লক তৃণমূলের কমিটিকে সংবর্ধনা দেওয়া হল কেশিয়াড়িতে।

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:-নতুন ব্লক তৃণমূলের কমিটিকে সংবর্ধনা দেওয়া হল। শুক্রবার কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে ছিল আয়োজন। নতুন সভাপতি হয়েছেন শ্রীনাথ হেমরম। শুক্রবার নতুন ব্লক কমিটিকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন বিধায়ক পরেশ মুর্মু, তৃণমূল নেতা ফটিকরঞ্জন পাহাড়ি-সহ অন্যরা। ব্লক তৃণমূলের সভাপতি, মহিলা তৃণমূলের সভাপতি, শ্রমিক সংগঠনের সভাপতিদের শুভেচ্ছা জানাতে দলের বহু কর্মী সমর্থক ভিড় করেছিলেন রবীন্দ্র ভবনে। । যদিও এই সংবর্ধনা সভায় দেখা যায়নি যুব সভাপতি সঞ্জয় গোস্বামীকে। তবে এদিন সংবর্ধনা সভার পর বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা সকলেই একসঙ্গে চলার ও কাজ করার বার্তা দেন। এদিন সংবর্ধনা সভা থেকে এক হয়ে চলার বার্তার পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে কাজের কর্মপদ্ধতি ঠিক হয়। পঞ্চায়েত দখলের বার্তা দেওয়া হয়েছে কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *