কাটোয়াপূর্ব বর্ধমানবসন্ত উৎসবশীর্ষ খবর

দোল উৎসব অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গৌর নিতাই মন্দিরে

রাহুল রায়,কাটোয়া: রঙের উৎসব দোল আর হোলি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামের গৌর নিতাই মন্দিরে অনুষ্ঠিত হলো দোল উৎসব।নন্দীগ্রামের গৌর নিতাই মন্দিরে দোল উৎসব এইবার ৪৪৬ বছর পড়লো।

এই উপলক্ষে বসেছে হরিনাম সংকীর্তনগানের আসার। দুপুরে গৌর নিতাই মন্দির থেকে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষ হয় শিবতলায়। শিবতলায় দলমঞ্চে রাখা হয় গৌর নিতাই ঠাকুরকে।

বসেছে মেলা দোল উৎসবে আনন্দে মেতে ওঠেন নন্দীগ্রামের মানুষেরা পার্শ্ববর্তীগ্ৰাম থেকে বহু মানুষ ভিড় জমায় নন্দীগ্রামের দোল উৎসবে। দোল উৎসব উপলক্ষে প্রায় ১০০০ মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *