Breakingউত্তর ২৪ পরগনাজেলাস্বাস্থ্য

দোকানের মধ্যে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর ছেলে বিস্তারিত জানুন

নিউজ বাংলা লাইভ: উত্তর ২৪ পরগণার টিটাগড়ের আনন্দপুরী এলাকায় দোকানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ ব্যবসায়ীর ছেলে নীলাদ্রি সিংহের মৃত্যুর ২৪ ঘন্টা পরেও দুষ্কৃতীরা অধরা। ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার

ব্যারাকপুর-পলতা এলাকায় ২৪ ঘন্টার ব্যবসা বনধের ডাক দিয়েছে বঙ্গী স্বর্ণ শিল্পী সমিতি। গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিপিআইএম-এর এক প্রতিনিধি দল আজ ঐ স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহের বাড়িতে যান। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-ও দেখা করেন তাঁর সঙ্গে। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ডাকাতি নয়, ছেলেকে খুন করার উদ্দেশ্য নিয়েই পরিকল্পনা মাফিক বন্দুকধারী দুষ্কৃতীরা তার দোকানে এসেছিলো বলে মনে করছেন নীলরতন বাবু। জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় এই খুনের ঘটনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন বিরোধীরা।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাংলাকে আফগানিস্তান বানিয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কারণেই এই ঘটনা ঘটছে।

তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও দুষ্কৃতীদের অবাধ কার্যকলাপ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *