শীর্ষ খবর

দূষণ এবং যানজট কমাতে ধর্মতলায় মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করার‌ কাজে গতি আনতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: দূষণ এবং যানজট কমাতে ধর্মতলায় মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করার কাজে গতি আনতে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটি আগামীদিনে ধর্মতলার মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। নবান্নে গতকাল এবিষয়ে আলোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে পরিবহণ, পূর্ত, পরিবেশ, বিদ্যুৎ সহ আটটি দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া কলকাতা পুলিশ কমিশানর, মেট্রো, কেএমআরসিএল ও আরভিএনএলের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন সেনাহিনীর প্রতিনিধিও।রাইটস, ট্রান্সপোর্ট হাবের মাস্টারপ্ল্যান তৈরির কাজ হাতে নিয়েছে, তা দ্রুত করতে সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে।ভবিষ্যতে জোকা-এসপ্ল্যানেড, ইস্ট-ওয়েস্ট এবং নর্থ-সাউথ তিনটি মেট্রোর সংযোগ স্থল হতে চলেছে এসপ্ল্যানেড। ফলে সেখানে এখন যে সংখ্যক মানুষ যাতায়াত করেন তার তুলনায় অনেক বেশি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই অন্যান্য যানবাহন বাড়ায় সেখানে দূষণের মাত্রাও বাড়বে। তা রোধেই এখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *