কলকাতাব্রেকিং নিউজ

দুস্থদের কম্বল ও খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে ‘সেবা সপ্তাহ’ পালন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের

নিজস্ব প্রতিনিধি, সারা সপ্তাহ জুড়ে সেবা। কোনদিন স্বাস্থ্য শিবির তো কোন দিন দুস্থদের মাঝে কম্বল বিতরণ। কখনো আবার ভবঘুরে মানুষদের পুষ্টিকর খাদ্য, শীতবস্ত্র, রোগীদের ফল-মিষ্টি বিতরন।
বছরভর এমনি কর্মসূচি করে চলছে বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ।

কলকাতার বিমানবন্দর লাগোয়া নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা পূজনীয় শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ।

তার ৪৯তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে সেবা সপ্তাহ উদযাপন করে চলছে ঐ সংস্থা। আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের
তাপিন্দা, বিশ্বনাথপুর, ও নৈপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে শুকনো খাবার ও কম্বল তুলে দেওয়া হয় বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে।

বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের মুখপাত্র অমিতানন্দ ব্রহ্মচারী মহারাজ জানান “ ৬ ই ডিসেম্বর শ্রীসমীরেশ্বর মহারাজের ৪৯তম শুভ আবির্ভাব তিথি উৎসব। তাই সপ্তাহভর বিভিন্নস্তরের গরীব মানুষদের মুখে হাসি ফুটিয়ে পালন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *