রাজ্যশীর্ষ খবর

দুর্নীতি রুখতে একশো দিনের কাজ প্রকল্পের বড়ো পদক্ষেপ নিল রাজ্য

নিউজ বাংলা টুডে ডেক্স:দুর্নীতি রুখতে একশো দিনের কাজ প্রকল্পের উপরে নজরদারির জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রাজ্য সরকার প্রতিটি জেলায় একজন করে ‘ন্যায়পাল নিয়োগকরেছে। তাদের সঙ্গে সবরকম সহযোগিতার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, গত পঞ্চায়েত নির্বাচনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং স্থানীয় সাংসদ, বিধায়কদের নিয়ে রাজ্যের তরফে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। জব কার্ড হোল্ডারদের কোন অভিযোগ জমা পড়লে ন্যায়পালদের দ্রুত তদন্তের কাজ শেষ করে তার নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি রাজ্যকে চিঠি দিয়েছে।

উল্লেখ্য, একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার আর কোন আবেদন করবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *